রাষ্ট্রীয় মাদ্রাসা ও সংস্কৃতি কেন্দ্রগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আসাম রাজ্য সরকার
- আপডেট সময় : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে এবার সব রাষ্ট্রীয় মাদ্রাসা ও সংস্কৃতি কেন্দ্রগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আসাম রাজ্য সরকার। একইসাথে আগামী ছয় মাসের মধ্যে সেগুলোকে সাধারণ স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে তারা ।
সরকারি এ সিদ্ধান্তের ব্যাখ্যায় আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ হওয়ায় ধর্মীয় শিক্ষায় নিয়োজিত সংস্থাকে অর্থায়ন করতে পারে না। এনডিটিভি জানিয়েছে, আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকার ২০১৭ সালে মাদ্রাসা ও সংস্কৃতি কেন্দ্রগুলো বোর্ড তুলে দিয়ে বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিভুক্ত করেছিল। এখন তারা সেগুলোকে পুরেপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করেছে । শিক্ষামন্ত্রীর দাবি, অভিভাবকদের নেয়া সিদ্ধান্তের কারণে শিশু যেন উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে। এদিকে, রাজ্যটিতে বিদ্যমান প্রায় দুই হাজার বেসরকারি মাদ্রাসাকে নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিবিধান করার সিদ্ধান্ত নিয়েছে আসাম রাজ্য সরকার। দশকের পর দশক ধরে চলে আসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবে বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের সমালোচনা চলছে নাগরিক সমাজে।