রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূল হোতাসহ ২ জন গ্রেফতার
- আপডেট সময় : ০২:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে রেব। গেলো রাতে রাজধানীর পল্টন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সম্প্রতি তিতাস ও আড়িয়াল খাঁ নদীতে বালু তোলার কাজ পাইয়ে দেয়া দালাল চক্রের নাম উঠে আসে গোয়েন্দা সংস্থার তদন্তে। এর বিরুদ্ধে অভিযানে নামে রেব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পরিচয় দিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ঠিকাদারি কাজ পাইয়ে দিতে তদবির বাণিজ্য করে আসছে মনছুরের নেতৃত্বে একটি চক্র।
৩ বছরে বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। দুবাই থেকে এ কাজ নিয়ন্ত্রণ করতো চক্রের অন্যতম হোতা সাইফুল।
সম্প্রতি তিতাস ও আড়িয়াল খাঁ নদীতে বালি তোলার কাজ পাইয়ে দিতে মিথ্যা আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
ঠিকাদারদের প্রভাবিত করতে ভূয়া চ্যাটিং দেখিয়ে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বোঝায় এসব প্রতারক চক্র। দুটি গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন দেখে এসব প্রতারনার বিরুদ্ধে অভিযানে নামে রেব।
অন্য প্রতারকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান রেব কর্মকর্তা।