রাষ্ট্র বিনির্মাণে যুগপৎ আন্দোলনের বিকল্প নেই : গয়েশ্বর
- আপডেট সময় : ০৭:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রকে বিনির্মাণ করতে হলে, বর্তমান সরকারকে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। আর নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, উন্নয়নের যুক্তি দিয়ে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এখনি আন্দোলনের উপযুক্ত সময়। জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় এসব কথা বলেন তারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান,প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণ সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম। সভায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা।
সভায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, যুগপৎ আন্দোলন গড়ে তুলে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে।
প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামীতে বর্তমান সরকারের পরিনতি ভয়াবহ হবে। তিনি বিচার বিভাগ, প্রশাসনকে জনগনমুখি হবার আহ্ববান জানান।
সরকার পতনের পর সংস্কারের মাধ্যমে পুনরায় রাষ্ট্র বিনির্মাণের কথা বলেন গয়েশ্বর রায়।