রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই নিরাপদ সবজি চাষে আগ্রহী হচ্ছে বগুড়ার কৃষক
- আপডেট সময় : ০২:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪১ বার পড়া হয়েছে
রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই নিরাপদ সবজি চাষে আগ্রহী হচ্ছে বগুড়ার কৃষক। বাড়ছে উদ্যোক্তার সংখ্যা। বিষমুক্ত সবজির ভালো দাম পেয়ে লাভবানও হচ্ছেন তারা।
উচ্চমাত্রার কীটনাশক ছাড়া সবজি চাষ যেন ভাবাই যায় না। সেই ধারণা পার্টি পাল্টে দিচ্ছে বগুড়ার বিভিন্ন এলাকার কৃষকরা। কৃষি উদ্যোক্তা আবু হাসনাত সাঈদ কয়েক বছর আগে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গলে গড়ে তোলেন অর্গানিক সবজির প্লট। কৃষকদের প্রশিক্ষণ আর হাতে-কলমে শিক্ষা দিচ্ছেন তিনি । তৈরি হচ্ছে শত শত কৃষি উদ্যোক্তা। জমিতে জৈব সার প্রয়োগ, আগাছা দমনে মালচিং পদ্ধতি, পোকা দমনে ফেরোমন ফাঁদ আর হলুদ ফাঁদ বসিয়ে জমিতে চাষ করছেন অর্গানিক সবজি।
এতে কমেছে কীটনাশক খরচ।বাজারে এ সবজির চাহিদা বেশি ,আবার দামও বেশি।
ভোক্তাদের কাছে অর্গানিক সবজি পৌঁছাতে সরকারি উদ্যোগের কথা জানালেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক।
সুস্থ জীবনের জন্য অর্গানিক সবজি উৎপাদন বাড়ানো এবং প্রতি এলাকায় এর বিক্রয় কেন্দ্র চালুর দাবি কৃষি উদ্যোক্তাদের ।