রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত নিরাপত্তা পরিষদ
- আপডেট সময় : ০৮:১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
যুদ্ধ বন্ধে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিষ্ফল আলোচনার পর ইউক্রেনে গতকাল থেকে হামলা জোরদার করেছে রাশিয়া। যে কোন সময়, দখল হতে পারে কিয়েভ। এদিকে, হামলার জেরে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, পশ্চিমা নিষেধাজ্ঞাকে ইতিবাচক হিসেবে দেখছেন পুতিন। দক্ষিণ ইউক্রেনের মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধের ১৭তম দিনে ইউক্রেন রাজধানী কিয়েভের আসেপাশের বিভিন্ন শহরে একের পর এক হামলা চালাচ্ছে রুশবাহিনী। প্রতিনিয়ত বোমা হামলার শব্দে কেপে উঠছে শহর। যে কোন সময় হামলা হতে পারে কিয়েভে। হামলার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান কিয়েভ মেয়র ।
শত্রুকে সহযোগিতা করতে অস্বীকার করায় রাশিয়ান সেনারা দক্ষিণ ইউক্রেনের মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
শুক্রবার, ইউক্রেন সেনাদের হাতে আন্দ্রেই কোলেসনিকভ নামে রাশিয়ার এক মেজর জেনারেল নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।
শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে
তবে, হুমকির তোয়াক্কা না করে, রুশ প্রেসিডেন্ট পুতিন অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, রাশিয়া এমন দেশ নয় যে কিছু আর্থিক সুবিধার জন্য সার্বভৌমত্বের সঙ্গে আপস করবে না রাশিয়া। পশ্চিমাদের নিষেধাজ্ঞা মোকাবিলা করেই রাশিয়া ঘুরে দাঁড়াবে। এসব নিষেধাজ্ঞার ফলে খাদ্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটে পশ্চিমারাই ক্ষতিগ্রস্ত হবে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ন্যাটো-রাশিয়া মুখোমুখি হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে বলে সতর্ক করেছেন তিনি।
প্রতিনিয়ত হামলায়, খাবার আর পানির তীব্র সংকটে দিন কাটাচ্ছে মারিওপোলবাসী। এর উপর, টানা ১০ দিন রুশবাহিনীর কাছে অবরুদ্ধ ইউক্রেনের মারিওপোল শহরের রাস্তায় রাস্তায় মিলছে লাশ। সমাহিত করার স্থান সংকুলান না হওয়ায় দেয়া হচ্ছে গণকবর। শুধু মারিওপোলেই ১২ শোর বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন শহরটির মেয়র।
রেডক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিওপোলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। খাদ্য আর পানি ফুরিয়ে এসেছে, দেখা দিয়েছে ওষুধ সংকট। দ্রুত শহর থেকে বাসিন্দাদের সরিয়ে না নিলে, মৃত্যু হতে পারে আরো বহু বেসামরিক নাগরিকের।