রাহুল গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
১৪৪ ধারা ভাঙ্গার অভিযোগে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের হাথরাসে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।
হাথরাসে গণধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দিল্লি-উত্তরপ্রদেশ হাইওয়েতে তার গাড়ি আটকে দেয়া হয়। এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে রাহুল গান্ধীকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এক পুলিশ। এরপরই ১৪৪ ধারা ভাঙ্গার অভিযোগে রাহুলকে গ্রেফতার করা হয়। এ সময় রাহুলের সঙ্গে বোন প্রিয়াংকা গান্ধীসহ কংগ্রেসের অনেক নেতাকর্মী ছিলেন। উল্লেখ্য, রাহুল গান্ধীর হাথরাসে যাওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে যোগী সরকার। কিন্তু কর্মসূচি বাতিল না করে দলীয় নেতাকর্মীদের নিয়েই যাত্রা করেন রাহুল। হাথরাস থেকে ১৪০ কিলোমিটার দূরে থাকতেই গ্রেফতার হন রাহুল।