রায়হানের মরদেহ পুন:ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার প্রক্রিয়া শেষ হয়েছে
- আপডেট সময় : ০১:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশী নির্যাতনে নিহত রায়হানের মরদেহ পুন:ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার প্রক্রিয়া শেষ হয়েছে।
সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হানের মরদেহ কবর থেকে তোলা হয়। এ কাজে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট সজিবি আহমেদ ও মেজবাহউদ্দিন। প্রায় দুই ঘন্টায় মরদেহ উত্তালনন করে ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বুধবার রায়হানের আবার ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আবদুল বাতেনের আবেদন আমলে নিয়ে এই নির্দেশ দেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএইচএম মাহফুজুর রহমান। এদিকে, পিবিআই তদন্ত দলের নেতা পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামানসহ দলের সদস্যরা এরইমধ্যে বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শন ও রায়হানের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এদিকে, রায়হান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি চলছে সিলেটে।