রিএজেন্ট ও ওষুধ সংকটে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যহত
- আপডেট সময় : ১২:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ১৭১০ বার পড়া হয়েছে
রিএজেন্ট ও ওষুধ সংকটে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যহত হচ্ছে। ডেঙ্গু পরীক্ষার এনএসওয়ান কিট ও বিভিন্ন পরীক্ষার রিএজেন্ট শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা সেবা। ফলে বাইরে থেকে বেশী টাকায় এসব স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ৩ মাস আগে ১৫ কোটি টাকার বরাদ্দ আসলেও নিজের লোককে সুবিধা দিতে টেন্ডার প্রক্রিয়া বিলম্ব করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে।
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। জেলার ৯টি উপজেলার পাশাপাশি আশপাশের জেলা থেকে রোগীরা সেবা নিতে আসেন এখানে। তবে বর্তমানে রিএজেন্ট ও ঔষধ সংকটে স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে হাসপাতলটিতে।
হাসপাতালে পরীক্ষা না করাতে পেরে প্রাইভেট ডায়াগনষ্টিক থেকে সেবা নিতে হচ্ছে রোগীদের। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তি বাড়ছে রোগীদের।
একই অবস্থা ওষুধ সরবরাহেও। ওষুধ না পেয়ে বাইরে থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে রোগীদের।
তবে, আগামী এক মাসের মধ্যে এ অবস্থার পরিত্রাণ হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।
এদিকে, জানা গেছে, গত ৩ মাস আগে ১৫ কোটি টাকার বরাদ্দ আসলেও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে এ জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে। পছন্দের ঠিকাদারদের সুবিধা দিতেই টেন্ডার বিলম্বিত করেছে কর্তৃপক্ষ এমন অভিযোগও শোনা যাচ্ছে।