রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে ৪৫ শতাংশ অবচয় সুবিধা চান আমদানিকারকরা
- আপডেট সময় : ০৮:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে ৪৫ শতাংশ অবচয় সুবিধা চান আমদানিকারকরা। পাশাপাশি গণপরিবহন হিসেবে বহুল ব্যবহৃত ১০-১৫ আসন সেগমেন্টের মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্কও প্রত্যাহারের দাবি জানান তারা।
বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন- বারভিডা।সংগঠনের সভাপতি আবদুল হক এ দাবি জানান। এসময় তিনি বলেন, ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গতি সঞ্চার, স্থানীয় শিল্প সুরক্ষা এবং গ্রামীণ অর্থনীতিকে উজ্জীবিত রাখতে সহায়ক হবে। প্রস্তাবিত বাজেটে মাইক্রোবাস এবং হাইব্রিড কার ও জিপ ১৮০১ সিসি থেকে ২৫০০ সিসি পর্যন্ত আমদানিতে শুল্ক পুনর্বিন্যাস ও হ্রাস করায় বারভিডা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।একই সাথে আগ্রীম করের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির প্রেসিডেন্ট।