রিকশা চালক থেকে হয়ে ওঠা জামিন জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেফতার

- আপডেট সময় : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
রিকশা চালক থেকে জামিন জালিয়াতি চক্রের মূলহোতা হয়ে ওঠা দেলোয়ার হোসেনসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, অভিনব কায়দায় তারা জামিন জালিয়াতি করে অস্ত্র মামলার আসামীকে জামিনের ব্যবস্থা করে দিয়েছে। এ পর্যন্ত চক্রটি কাগজ নকল করে ৫০ জনকে জামিন করিয়েছে বলেও জানান তিনি।
২০১৪ সালের অস্ত্র উদ্ধার সংক্রান্ত রাজবাড়ী থানার একটি মামলায় পূর্ব বাংলার চরমপন্থী দলের নেতা মো. ইয়ার আলীকে জামিন করানো হয়। আদালতের কাগজপত্র জালিয়াতি করে তার জামিনের ব্যবস্থা করে দেয় প্রতারক চক্রের মূলহোতা দেলোয়ার হোসেনসহ দুই সহযোগী এবিএম রায়হান ও শামীম রেজা। সিআইডির রমনা ইউনিটের সহাকারী পুলিশ সুপার মো. জহিরুল হক সবুজ গত মঙ্গলবার রংপুরের পীরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মালিবাগের সিআইডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার।
চরমপন্থী দলের নেতা মো. ইয়ার আলীর সঙ্গে প্রতারক চক্রের পাঁচ লাখ টাকার চুক্তি হয় বলেও জানান কামরুজ্জামান।
এই প্রতারক চক্রের সঙ্গে সুপ্রিম কোর্টের কারো সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখছে সিআইডি।