রিজেন্টের সাথে চুক্তির ব্যাপারে কিছুই জানতেন না দাবি স্বাস্থ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রিজেন্টের সাথে চুক্তির ব্যাপারে কিছুই জানতেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে ডিজির অনুরোধে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হন বলে জানিয়েছেন তিনি। আর জেকেজি ও রিজেন্ট হাসপাতালকে করোনা রোগী শনাক্তের জন্য নয়, বরং নমুনা সংগ্রহের অনুমতি দেয়া হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ একটি কাগজে সই করছেন, তার পাশে বসা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। পেছনে দাঁড়ানো সাবেক স্বাস্থ্যসচিব, বর্তমান স্থানীয় সরকারসচিব, জননিরাপত্তাসচিবসহ অন্য কর্মকর্তারা। স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট ও জেকেজির প্রতারণা বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করে জানায়, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। পরদিনই মন্ত্রণালয় অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কী বোঝানো হয়েছে, তা জানতে চায় মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে দায় কার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রিজেন্ট ও জেকেজি যে অন্যায় করেছে তার বিচার করা হবে।এ জালিয়াতির পর দেশের সব হাসপাতালে করোনা সেবার ব্যাপারে অভিযানের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।