আত্মসমর্পণ না করলে সাহেদকে দ্রুত গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আত্মসমর্পণ না করলে তাকে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সাহেদের অপরাধ কতখানি সে বিষয়ে এখনো তদন্ত করছে আইন-শৃংখলা বাহিনী।
ইদুল আজহা উপলক্ষে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ একাধিক বিষয়ে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভা বসে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।
সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আত্মসমর্পণ না করলে করোনা টেস্ট রিপোর্ট নিয়ে প্রতারণাকারী সাহেদকে খুব শিগগিরই গ্রেফতার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রতারণা ও অনিয়মের বিষয়টি উদঘাটনের পর দায়িত্বশীল পদে থাকা কেউ তাকে আশ্রয় দেয়নি। পাসপোর্ট জব্দ হওয়ায় সাহেদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার সুযোগ নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, সাহেদকে গ্রেফতার করতে শেষ পর্যন্ত চেষ্টা চলবে।
সভায় কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও চামড়া পাচার রোধ এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ প্রাসঙ্গিক বিষয়ে করণীয় নির্ধারণ নিয়েও আলোচনা হয়।