রিজেন্ট সাহেদের সঙ্গে আসামি করা হচ্ছে স্বাস্থ্যের সাবেক মহাপরিচালকে
- আপডেট সময় : ০৭:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সরকারি অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সঙ্গে আসামি করা হচ্ছে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকেও। এই দু’জনের পাশাপাশি মোট ছয়জনকে আসামি করে আজ এ মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।
সকালে অর্থ অত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মামলায় আবুল কালাম আজাদসহ ৬ জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দেয় কমিশন। চার্জশিটের অপর আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক ইউনুস আলী, সহকারী পরিচালক শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম। লাইসেন্স নবায়ন না করেই বন্ধ থাকা রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর এবং সরকারি প্রতিষ্ঠান- নিপসমের ল্যাবে তিন হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষার কথা বলে এক কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫শ’ টাকা আত্মসাৎ করে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম। প্রায় এক বছর পর মামলার চার্জশিটে সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদসহ ৬ জনকে আসামি করে চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে বলে জানান সংস্থার সচিব আনোয়ার হোসেন হাওলাদার।