রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় আজ
- আপডেট সময় : ০২:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৭২৯ বার পড়া হয়েছে
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় আজ। রায়ের সময় আসামিদের আদালতে রাখা হবে। এরই মধ্যে অন্যতম আসামি মিন্নিকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায়কে ঘিরে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সকাল ৮ টার দিকে মিন্নিকে যখন আদালতে নেয়া হয় তখন তার সঙ্গে বাবাও ছিলেন। আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান। ১০ আসামির ৮ জনকে আদালতে নিয়ে যাওয়া হবে। এখনও পলাতক আসামি মুসা বন্ড। এ হত্যা মামলার অন্য আসামিরা হলেন, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন। গত বছরের ২৬শে জুন সকালে বরগুনা সরকারি কলেজর সামনে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এসময় রিফাতের স্ত্রী মিন্নি উপস্থিত ছিলেন। পরে রিফাতকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেলে তিনি মারা যান।