রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো চেলসি
- আপডেট সময় : ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে লস ব্ল্যাঙ্কোদের ২-০ গোলে হারিয়েছে দ্যা ব্লুজ। ২৯ মে ইস্তাম্বুলে অল ইংল্যান্ড ফাইনালে টমাস টুখেলের দলের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।
দলকে একটু একটু করে এগিয়ে নিচ্ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। কিন্তু চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চেলসির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা। শেষ হয়েছে একটি শিরোপার আশা। ব্লুজদের বিপক্ষে এডেন হ্যাজার্ডরা কোন আক্রমণই করতে পারেননি। বরং চেলসি চারটি গোলের সুযোগ মিস না করলে বিধ্বস্ত হয়ে ঘরে ফিরতে হতো রিয়ালকে। তারপরও দন্তহীন রিয়ালকে স্টামফোর্ড ব্রিজে ২-০ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল। নিশ্চিত করেছে অল ইংলিশ ফাইনাল।
ম্যাচের ২৮ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নার। জার্মান মিডফিল্ডার কাই হাভার্টেজের করা তার শটটা বারে লেগে ফিরে আসে। ফিরতি বল ফাঁকায় পেয়ে জালে জড়াতে ভুল করেননি ওয়ার্নার। প্রথম গোল খাওয়ার পর মরিয়া রিয়াল মাদ্রিদ বলের দখল পায়ে রাখলেও চেলসির রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি। উল্টো একটার পর একটা পাল্টা আক্রমণ তুলে রিয়ার মাদ্রিদকে ত্রস্ত করে রাখে ব্লুজরা। দুই লেগেই ম্যাচে কৃর্তৃত্ব করে ফাইনালে উঠে যায় চেলসি।