রিয়েলিটি শো-ব্যাংকার্স ভয়েসের অডিশন পর্বে অংশ নিলেন খুলনা ও বরিশাল বিভাগের প্রতিযোগীরা
- আপডেট সময় : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রংপুর ও রাজশাহীর পর শিল্পনগরী খুলনায় শুরু হয়েছে ব্যাংকার্সদের নিয়ে বিশেষ রিয়েলিটি শো- ব্যাংকার্স ভয়েসের অডিশন পর্ব। কিংবদন্তী মিডিয়ার তত্ত্বাবধায়নে বিশেষ রিশেলিটি শো ব্যাংকার্স ভয়েস-এর মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএটিভি। খুলনার এই অডিশন পর্বে খুলনা ও বরিশাল বিভাগের প্রতিযোগীরা অংশনেন।
সকাল ৮টা থেকেই খুলনার শিল্পকলা একাডেমীতে অংশগ্রহণকারী ব্যাংকার্স শিল্পীরা নিবন্ধন সম্পন্ন করে তিন বিচারকের সামনে সঙ্গীত পরিবেশন করেন। শুরু হয় পরবর্তী রাউন্ডে যাওয়ার প্রতিযোগিতা। খুলনায় বিচারকের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ বেতার- খুলনা কেন্দ্রের শিল্পী অশোক কুমার দে ও শিল্পী নাহিদ সুলতানা এবং বিটিভি’র শিল্পী তরুণ কুমার মজুমদার। এ ধরনের প্রতিযোগিতা আয়োজনকে সাধুবাদ জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, এর মধ্য দিয়ে অনেক মেধাবী শিল্পী তৈরির সুযোগ সৃষ্টি হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যাচাই-বাচাই করে খুলনা থেকে ভালো পারফরমার মিলবে বলে প্রত্যাশা বিচারকদের।
পেশাজীবীদের নিয়ে রিয়েলিটি শো করায় সাধুবাদ জানিয়েছেন খুলনার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গরা।