রিয়েলেটি শো ব্যাংকার্স ভয়েস’র ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অডিশন শরু
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ১০:১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ব্যাংকিংখাতে কর্মরতদের নিয়ে সবচে বড় রিয়েলেটি শো ব্যাংকার্স ভয়েসের—- ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অডিশন শরু হয়েছে। সকালে রাজধানীর সেগুনবাগিছার কচিকাচার মেলায় দু’দিনব্যাপি অডিশনের প্রথম দিনে অংশ নেন দুই শতাধিক প্রতিযোগী।এসএটিভির এমন উদ্যোগে সন্তোষ জানান সঙ্গীতানুরাগীরা।আর আয়োজকরা জানান, ব্যাংকারদের জন্য এমন সুযোগ- দেশের শিল্পাঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।
শিল্প ও সংস্কৃতির বিকাশে এসএটিভির ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান —– ব্যাংকার্স ভয়েস।
এরই অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচা মেলায় এসএটিভির মিউজিক রিয়েলেটি শো “ব্যাংকার্স ভয়েজ”এ অংশ নিতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ থেকে আসেন ব্যাংকাররা।
প্রতিযোগিতাকে কেন্দ্র করে কচিকাঁচা মেলার সমানে জড়ো হন কর্মব্যস্ত সঙ্গীতানুরাগীরা।
এতে প্রায় ২ শতাধিক প্রতিযোগী অংশ নেন। এছাড়া স্পট রেজিষ্ট্রেশন করেও অডিশনে অংশ নেয়ার সুযোগ রাখেন আয়োজকরা।
দিনভর বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ৩ সঙ্গীত বিশেষজ্ঞ।
অডিসনে প্রাণ খুলে গান পরিবেশন করেন অন্য পেশায় কর্মরত প্রতিযোগীরা। আর দ্বিতীয় পর্বে নির্বাচিত হয়ে ইয়েস কার্ড পেয়ে উচ্ছ্বাস করেন বিজয়ীরা।
এসএটিভির এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন দেশের ব্যাংকিং সেক্টরে নিয়োজিত সঙ্গীত প্রেমীরা।
সংস্কৃতির ধারা বিকশিত করতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়ায় সন্তোষের কথাও জানান তারা।
এখন পর্যন্ত দেশের ৬টি বিভাগে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অডিশনে অংশ নিয়েছে। শনিবার ঢাকা বিভাগের প্রতিযোগীরা অংশ নেবেন বলে জানায় আয়োজকরা।