রুদ্ধশ্বাস ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে গেলেন জো বাইডেন
- আপডেট সময় : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রুদ্ধশ্বাস ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দেশটির ৪৬তম প্রেসিডেন্ট তিনি। সঙ্গে রানিংমেট ক্যামেলা হারিস। বিজয়ের পর দেয়া প্রথম ভাষণে আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ৭৭ বছর বয়সী নতুন এই প্রেসিডেন্ট। বললেন, তার দেশ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ এবং আমেরিকা বিশ্বজগতের জন্য একটি বাতিঘর। জয়ী হয়ে মার্কিনীদের প্রতি কৃতজ্ঞতা জানান আমেরিকার নতুন ভাইস প্রেসিডেন্ট ক্যামেলা হ্যারিস। জোবাইডেন ও ক্যামেলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকেও।
অনেক জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে হোয়াইট হাউজের মসনদে বসতে যাচ্ছনে
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট তিনি।
ভোটগ্রহণের ৫ দিন পর পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট জিতে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকেই বিজয়ী ঘোষণা করা হয়। তার রানিং মেট ক্যামেলা হারিস নির্বাচিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে।
৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ জয়ের পর জাতির সামনে আসেন। উচ্ছ্বসিত নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রথম ভাষণেই, যুক্তরাষ্ট্রের জনগণকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন। এই ডেমোক্র্যাট নেতা বলেন, বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে আবারও মর্যাদার আসনে নেয়া হবে।
প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ৫০ বছরের স্বপ্ন ধরা দিয়েছে জো বাইডেনের। ১৯৭০ সালে শাশুড়িকে দেয়া মন্তব্য মিলে গেছে। ভাষণে জো বাইডেন বলেন, বিরোধীদের সঙ্গে শত্রু নয় মিত্রের আচরণ নিয়ে এগিয়ে যেতে হবে।
বারাক ওবামার সময়ে আট বছর মার্কিন সেকেন্ড লেডি হিসেবে সম্মান পেয়েছেন জো বাইডেনের স্ত্রী- জিল বাইডেন। তবে, এবার হোয়াইট হাউজ পেতে যাচ্ছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন আর ফার্স্ট লেডি জিল বাইডেনকে।
ঐতিহাসিক বিজয়কে নতুন যুগের সূচনা বললেন ক্যামেলা হ্যারিস। স্থানীয় সময় শনিবার বিজয়ী ভাষণ দেন বাইডেনের সহযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট ক্যামেলা হ্যারিস। গণতন্ত্রের প্রতি আস্থা রাখায় মার্কিনিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নিয়ম মেনে জানুয়ারির ২০ তারিখে সরকার গঠন করবেন বাইডেন। তারপর গঠন করা হবে ক্যাবিনেট।