রুশ-ইউক্রেন পরবর্তী ধাপের শান্তি আলোচনা আগামীকাল শুরু
- আপডেট সময় : ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রুশ-ইউক্রেন পরবর্তী ধাপের শান্তি আলোচনা শুরু হবে আগামীকাল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে এবারের আলোচনা। ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শহরটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো। এদিকে, পুতিনকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া যুক্তরাজ্যের লক্ষ্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
দুই দেশের নেতাদের বৈঠকের বিষয়ে প্রস্তাব দিয়েছিল ইউক্রেনের প্রতিনিধি দল। তবে তাতে রাজি হয়নি রাশিয়া। মস্কোর তরফ থেকে বলা হয়, খসড়া চুক্তির জন্য আরও আলোচনা দরকার
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে মারিওপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত একটি মানবিক করিডোর খোলা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে এই মানবিক করিডোর উন্মুক্ত হবে। ফলে ওই অঞ্চলে যুদ্ধবিরতি থাকবে।
শুধুমাত্র ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই মারিওপোলে গোলা বর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন পুতিন। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোনের সাথে এক ফোনালাপে পুতিন এমনটাই বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন।
এক শুনানিতে আইনপ্রণেতাদের কাছে বৃটিশ প্রধানমন্ত্রী বলেছেন, পুতিন সম্পর্কে মানুষ যে হতাশা অনুভব করে এবং তাদের পরিবর্তনের আকাঙ্খা করা উপেক্ষার যোগ্য নয়। এটি গণতান্ত্রিক রাজনীতিরই উদ্দেশ্য। কিন্তু বৃটিশ সরকারের তেমন কোন বাসনা নেই বলেও জানান জনসন।