রূপগঞ্জের মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমির মাটি ভরাট কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মেরিন সিটির ব্যানারে থাকা আড়াই হাজার বিঘা জমির মাটি ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অবৈধভাবে মাটি ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
দুপুরে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, রূপগঞ্জ থানায় পূর্বাচল এলাকায় মেরিন সিটি আড়াই হাজার বিঘা জমি বালু ভরাট করছে অবৈধভাবে। এটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন এবং বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।