রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে
- আপডেট সময় : ০১:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
পাবনার রূপপুরেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-টু উৎক্ষেপণেরও প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া অনুদানের টাকাকে জনগণের ট্যাক্সের টাকা উল্লেখ করে এ দিয়ে জনকল্যাণমুখী গবেষণার তাগিদ দেন সরকার প্রধান। বলেন, মানব সম্পদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই টেকসই উন্নয়ন ঘটানো তার সরকারের মূল লক্ষ্য। টাকার লোভে না ছুটে চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হবারও আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ১০ জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, ২৫ জনকে এনএসটি ফেলোশিপ এবং ১৯ জনের হাতে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই জনগণের করের অর্থ থেকে দেয়া অনুদানের টাকা ব্যবহারের সময় জনকল্যাণমুখী প্রকল্পের কথা মাথায় রাখার আহ্বান জানান সরকার প্রধান।
পঁচাত্তর-পরবর্তী সরকারগুলো শিক্ষা ধ্বংস করে ক্ষমতাকে ভোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। পাবনার রূপপুরেই ২য় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানান তিনি। কৃষি গবেষণায় সাফল্যের উদাহরণ তুলে ধরে চিকিৎসকদের অর্থলোভ ছেড়ে গবেষণায় মনোযোগী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।