রেকর্ড দামে বিক্রি হল বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের জার্সি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
রেকর্ড দামে বিক্রি হল আমেরিকার বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের জার্সি।
১৯৯৮ সালে শিকাগো বুলসের হয়ে খেলতে নামা জর্ডানের জার্সিটি বিক্রি হয়েছে ১০.১মিলিয়ন ডলারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০৫ কোটি টাকা। ওই মৌসুম দিয়েই তখন বাস্কেটবলকে বিদায় বলেছিলেন জর্ডান। বাস্কেটবল জার্সির মধ্যে এর আগে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড ছিল কোবি ব্রায়ান্টের লস অ্যাঞ্জেলেস লেকারসের হয়ে পরা ১৯৯৬-৯৭ মৌসুমের জার্সি। যেটির দাম উঠেছিল ৩.৭ মিলিয়ন মার্কিন ডলার। ক্রিড়া জগতে এর আগে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল দিয়াগো ম্যারাডনার হ্যান্ড অফ গড জার্সিটি। এ বছরই নিলামে তোলা ম্যারাডনার জার্সিটি বিক্রি হয়েছিল ৯.২৮ মিলিয়ন ডলারে।