রেকর্ড পরিমাণ মজুদ থাকার পরও কমছে না দেশের প্রধান খাদ্যপণ্য চালের দাম
- আপডেট সময় : ০২:৫১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
রেকর্ড পরিমাণ মজুদ থাকার পরও কমছে না দেশের প্রধান খাদ্যপণ্য চালের দাম। বরং বাড়তে বাড়তে খুচরা পর্যায়ে প্রতি কেজি সরু নাজিরশাইল ও মিনিকেট চালের দাম উঠেছে ৬৮-৭২ টাকায়। আর স্বর্ণা ও চায়না ইরিখ্যাত মোটা চাল ৪৫ টাকার নিচে পাওয়াই যাচ্ছে না। অসাধু চক্রের কাছে জিম্মি খুচরা ব্যবসায়ীরা। চালের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ক্রেতা নেই রাজধানীর চালের বাজারে।
ক্রেতা শূন্য হয়ে পরেছে চালের বাজার। খুচরা ব্যবসায়ীদের চোখে মুখে বিষন্নতার ছাপ।নেই তেমন বিক্রি-বাটা। অসাধু চাল মিলারদের সিন্ডিকেট অতিরিক্ত মুনাফা আদায়ের কারণে কোনভাবেই কমছে না চালের দাম। খুচরা ব্যবসায়িদের এই চক্রের কাছ থেকে বেশি দামেই চাল কিনে বিক্রি করতে হচ্ছে ক্রেতাদের কাছে।
সরকারি হিসাবে দেশে খাদ্যের মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সর্বশেষ খাদ্যমন্ত্রণালয়ের ২৬ জানুয়ারির তথ্য অনুযায়ী, খাদ্যশস্যের মোট মজুদ এখন ২০.৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৭.৫ লাখ মেট্রিক টন, ধান ০.৪৮ লাখ মেট্রিক টন । তবুও অসাধু ব্যবসায়িদের কারসাজিতে কিছুতেই লাগাম টেনে ধরা যাচ্ছে না চালের বাজারের। আক্ষেপ প্রকাশ করে সাধারণ মানুষ জানায়, আয় বাড়েনি কিন্তু বেড়েছে চালসহ সব রকম খাদ্যপণ্যের দাম। ক্রমাগত দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অনেক কিছুই এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।