রেমালের তাণ্ডব দেখতে কাল পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম এ তথ্য জানান। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন। সময় পেলে খুলনায়ও যেতে পারেন।
গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল। ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল, ভেঙে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ভেঙে তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য এলাকা। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ীতে ফিরলেও আতংক কাটেনি উপকূলবাসীর।