রেমালে টানা বৃষ্টিতে পানির নিচে রাজধানীর সড়ক
- আপডেট সময় : ০৮:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / ১৬৬২ বার পড়া হয়েছে
রিমালের প্রভাব ভোর থেকে টানা বৃষ্টিতে চরম বিপাকে পরে রাজধানীর কর্মজীবী ও স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। কেউ ছাতা, কেউবা রেইনকোট পরিধান করে বের হলেও, সবাইকে কম-বেশি ভিজতে হয়েছে। এমন বৃষ্টি আরও ২-১ দিন থাকতে পারে বলে জানিয়েছ আবহাওয়া অধিদপ্তর।
প্রবল ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে রাতভর। এতে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। রেমালের প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতেও।
ভোর থেকেই থেমে থেমে দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। যা দুর্ভোগে ফেলে নগরবাসীকে।
বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হন অনেকে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরিধান করে বের হলেও, বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে চরম অস্বস্তিতে পরতে হয় তাদের।
ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদেরও পোহাতে হয় দুর্ভোগ।
টানা দুর্বিসহ গরমের পর রেমালের নিয়ে আসা বৃষ্টি- কিছুটা হলেও গরমে স্বস্তি দিয়েছে নগরবাসীকে এমনটাও জানান কেউ কেউ।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চলমান বৃষ্টি আরও দুএকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।