রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করতে সরকারকে নীতি কৌশল ঠিক করার আহ্বান ড. কামাল উদ্দিন আহমেদের
- আপডেট সময় : ১২:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার নিশ্চিত করতে সরকারকে নীতি কৌশল ঠিক করার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। রাজধানীর এফডিসিতে ছায়া সংসদ বিতর্কে তিনি এ আহ্বান জানান। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ রেমিটেন্স প্রবাহ বাড়াতে ১০ দফা সুপারিশ তুলে ধরেন।
পরিবার পরিজন ছেড়ে নানা প্রতিকূলতায় অভিবাসী কর্মীরা তাদের শ্রমে ঘামে উপার্জিত অর্থ দেশে পাঠান। কিন্তু তাদের সামাজিক মর্যাদা ও স্বীকৃতি এখনও নিশ্চিত করা যায়নি। এমন বাস্তবতায় রাজধানীর এফডিসি মিলনায়তনে অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়ন নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেন সরকারি বাংলা কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বির্তাকিকরা।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিদেশ থেকে পাসপোর্ট বিহীন কর্মীরা আউট পাস নিয়ে কেন ফিরে এসেছে, তা খতিয়ে দেখার আহ্বান জানান। বিশেষ অতিথি বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন,পরিবেশ ও কাজের ধরন দেখে বিদেশে কর্মী পাঠাতে হবে। প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, এই খাত সমন্বিত রাখতে রেমিট্যান্স শ্রমিকদের সুরক্ষা সরকারকেই নিতে হবে।
প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হন সরকারি বাংলা কলেজের বির্তাকিকরা। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।