রেলওয়ের পাকশী বিভাগে আড়াইশ’ একর জমি দখল করে নিয়েছে প্রভাবশালীরা
- আপডেট সময় : ১১:৩৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
রেলওয়ের পাকশী বিভাগে আড়াইশ’ একর জমি দখল করে নিয়েছে প্রভাবশালীরা। শুধু দখলই নয়, অনেকেই ভবন নির্মাণ করেছেন। এমনকি কেউ কেউ বিক্রিও করেছেন; আবার কেউবা দিয়েছেন ভাড়া। আর রেলের নিজস্ব কোয়ার্টারে বিনা ভাড়ায় বছরের পর বছর থাকছেন বহিরাগতরা। একারণে চারশো বাসা থেকে ভাড়ার হিসেবে কোনো টাকা পাচ্ছে না সরকার। রেলওয়ের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে চলছে দখলের এই কারবার।
পাকশী বাজারপাড়া এলাকার বাসিন্দা মোখলেসুর রহমান পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। চারপাশেই রেলের কর্মচারীদের কোয়ার্টার। এক সময় এ বাড়িতেই ভাড়া থাকতেন তিনি। বাড়ির মালিক সেজে আব্দুর রাজ্জাক নামে এক প্রভাবশালী ব্যক্তি বাড়িটি বিক্রি করতে চাইলে, ২০০১ সালে ৩৯ হাজার টাকায় কিনে নেন মোখলেসুর রহমান। বাড়িতে রয়েছে বিদ্যুৎ সংযোগও। বাড়ি কেনাবেচার দলিলও দেখালেন মোখলেসুর। কিন্তু এই জমির প্রকৃত মালিক রেলওয়ে।
মোখলেসুরের মতো অনেকেই রেলের জমি কিনেছেন স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কর্মচারীর নামে কোয়ার্টার বরাদ্দ দেয়া হলে অবসরে যাওয়ার পরও ওই কোয়ার্টার আর খালি দেখানো হয় না। এভাবেই দখল হয়ে গেছে রেলের ৪শ’ কোয়ার্টার। রেলের আবাসিক এলাকায় অনেকেই আবার জমি দখল করে বাসা নির্মাণ করে ভাড়াও দিয়েছেন বহিরাগতদের।
কর্মকর্তাদের জন্য বরাদ্দ ১২৮টি বাসার মধ্যে মাত্র তিনটিতে রয়েছে বৈধ ভাড়াটিয়া। বাকিগুলোতে বিনাভাড়ায় অবৈধ দখলদারদের বসবাস। এসব কোয়ার্টার দেখভালের দায়িত্বে থাকা রেলের প্রকৌশল বিভাগও যেন তাদের কাছে অসহায়।
তবে ভূ-সম্পত্তি বিভাগের এই কর্মকর্তা বিস্ময় প্রকাশ করে জানান, রেলের একশ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশে যুগ যুগ ধরে চলছে দখলের এমন কারবার।