রেস্তোরা মালিকদেরকে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রেস্তোরা মালিকদেরকে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করেছে রেস্তোরা মালিক সমিতির নেতারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির মহা সচিব ইমরান হোসেন। এসময় তিনি বলেন, মোবাইল কোর্টের নামে সারাদেশে ভুল বার্তা প্রচার করা হচ্ছে।
এই খাতের ৯৫ ভাগ লোক স্বল্প শিক্ষিত দাবি করে তিনি বলেন, মারপিট করে কিংবা ভয়ভীতি দেখিয়ে জরিমানা আদায় বন্ধ করতে হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা তৈরী করার দাবি জানান তিনি। দ্রব্যমূল্যের দাম বাড়লেও রেস্তোরাগুলোতে খাবারের বাড়ানো হয়না দাবি করে সংগঠনটির নেতারা বলেন, সরকারীভাবে রেস্তোরা খাতকে শিল্পের মর্যাদা না দেয়ার কারণে এ খাতটি দিন দিন অবহেলিত হচ্ছে। অবিলম্বে এ খাতকে শিল্পের মর্যাদা দেয়ারও দাবি জানান তারা।