রোগীর স্বজনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে অ্যাম্বুলেন্সে সিন্ডিকেট
- আপডেট সময় : ০৫:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর স্বজনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে অ্যাম্বুলেন্সে সিন্ডিকেট। রোগী কিংবা মরদেহ বহনে আদায় করছে গলাকাটা ভাড়া। ভাড়া নির্ধারণ করে দেয়া হলেও মানছেনা কেউ-ই। এতে জিম্মি হয়ে পড়েছেন রোগীর স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চেষ্টা করেও এই শক্তিশালী সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের এসব অ্যাম্বুলেন্সের অপেক্ষা মরদেহের জন্য। হাসপাতালে কোনো রোগী মারা পর পরই খবর পৌঁছে যায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে। এই সিন্ডিকেটের অ্যাম্বুলেন্সেই মরদেহ বহনে বাধ্য করা হয় স্বজনদের।
নৈরাজ্য বন্ধে পুলিশের পক্ষ থেকে ভাড়া নির্ধারণ করে টাঙানো হয়েছে ব্যানার। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আদায় করা হচ্ছে অন্তত চারগুণ বেশি ভাড়া।
তবে চালকরা দাবি করছেন, আগের তুলনায় এখন ভাড়া কম। এদিকে, হাসপাতালের করোনা ওয়ার্ডে গড়ে প্রতিদিনই অন্তত ১০ জন করে মারা যাচ্ছেন। শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে দিনকে দিন বাড়ছে রোগীর সংখ্যাও।
করোনার করোনা বাড়তে থাকতে থাকায় উত্তর-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এই হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। আর অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে নিজেদের অসহায়ত্বের এভাবে প্রকাশ করলেন পরিচালক। চলতি মাসের প্রথম ১৪ দিনে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন অন্তত দেড়শ’জন।