রোগীর স্বজনদের সঙ্গে আনসার সদস্যদের মারামারি, চিকিৎসাধীন নারী মৃত্যু
- আপডেট সময় : ১০:১০:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগীর স্বজনদের সঙ্গে আনসার সদস্যদের মারামারির ঘটনা ঘটেছে। রোগীর স্বজনদের অভিযোগ, আনসার সদস্যরা তাদের পিটিয়ে মারাত্মক জখম করে। এ খবর শুনে চিকিৎসাধীন নারী মারা গেছেন। গতরাতে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, হৃদরোগ হাসপাতালে ভর্তি ছিলেন তানজিনা আক্তার নামে এক নারী। পরে তাকে সিসিইউতে নেয়া হয়। এ সময় রোগীর রক্তের দরকার হলে, রক্ত নিয়ে রোগীর কাছে যেতে চান স্বজনরা। অসুস্থ মায়ের কাছে যেতে চাইলে আনসার সদস্যরা টাকা চান বলে অভিযোগ করেন নিহতের ছেলে। কিন্তু আগেও কয়েকবার টাকা দিয়ে ভেতরে ঢোকায় সে দফায় আর দিতে চাননি তিনি। এ নিয়েই মারামারি শুরু বলে জানান একজন প্রত্যক্ষদর্শী। এক আনসার সদস্য দাবি করেন, তাদের একজনের মাথা ফাটিয়ে দিয়েছে রোগীর ছেলে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মারা যাওয়া ওই নারীর মেয়ে বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন।