রোজায় দেশজুড়ে তীব্র দাবদাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে
- আপডেট সময় : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৬৮২ বার পড়া হয়েছে
রোজায় দেশজুড়ে তীব্র দাবদাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকায় দেশের তিন বিভাগে হিট এলার্ড জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে এপ্রিল মাস জুড়ে পরিস্থিতি এমন থাকবে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। তবে, আগামীকাল রোববার ও সোমবার দেশের কয়েকটি জায়গায় বৃষ্টির প্রভাবে তাপমাত্রার কমবে। ভৌগোলিক অবস্থান আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন বলেও মনে করেন তিনি।
সূর্যের প্রখর তাপে অতিষ্ঠ নগরবাসী। গেল তিন দিন স্বাভাবিকের চেয়ে বেশি গরম পড়ছে সারাদেশে।
দেশের ১১টি জেলার ওপর দিয়ে ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ বইছে । এতে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।
আবহাওয়া অফিসও দিচ্ছে না কোন সুখবর। বলছে মাস জুড়ে এমন গরমের তীব্রতা থাকতে পারে। ভৌগোলিক অবস্থান আর জলবায়ুর পরিবর্তনের কারণে এ অবস্থা বলে মনে করেন এই আবহাওয়াবিদ।
তিনি জানান, দুই-একদিনের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি হয়ও এতে গরম কমবে ন। উত্তপ্ত থাকবে গোটা এপ্রিল মাস।
আবহাওয়া অফিস বলছে, গোটা এপ্রিল মাসে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই, তবে দুই তিনটি নিম্নচাপ হতে পারে।