‘রোজার সাশ্রয়ী বাজার’ চালু করেছে নরসিংদী জেলা প্রশাসন
- আপডেট সময় : ০৯:৫১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৬২৪ বার পড়া হয়েছে
‘রমজানে সাশ্রয়ী বাজার, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার’ এই প্রতিপাদ্যে ‘রোজার সাশ্রয়ী বাজার’ চালু করেছে নরসিংদী জেলা প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতেই প্রশাসনের এমন উদ্যোগ। এই বাজারে রয়েছে মাছ, মাংস, মুরগী, ডিমসহ সব ধরনের সবজি ও ফল। বাজারটি চালু হওয়ার সাথে সাথেই প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সমাগম বেড়েই চলেছে।
রমজান এলেই একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। এতে করে প্রান্তিক জনগোষ্ঠি থেকে নিন্ম আয়ের মানুষেরা বাজার করতে গিয়ে পড়ে বিপাকে। এই অবস্থা থেকে মানুষকে একটু স্বস্তি দিতে ‘রোজার সাশ্রয়ী বাজার’ চালু করেছে জেলা প্রশাসন। অন্যান্য বাজারের খুচরা বিক্রয় মূল্যের তুলনায় প্রতিটা পণ্যে পাচ্ছে ১০ টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত কম।
এই ধরণের ব্যতিক্রম বাজারে দোকান দিতে পেরে খুশি বিক্রেতারাও। বাজারে প্রচলিত মূল্যের চেয়ে ১০টাকা থেকে শুরু করে ৩০ টাকা পর্যন্ত কমে বিক্রি করেও লোকসান নেই বলে জানান তারা।
জেলা প্রশাসন বলছে, নিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের সুবিধা নিয়ে কেউ যেন অধিক পরিমাণে পণ্য ক্রয় করতে না পারে। এজন্য প্রতিটি সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে উচ্চসীমা নির্ধারণ করা হয়েছে।
রমজান মাসজুড়ে সপ্তাহের প্রতি শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার শিক্ষা চত্বর সংলগ্ন বঙ্গবন্ধু পৌর পার্কে সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে এই বাজার।