রোজিনাকে গ্রেফতারের ঘটনায় আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারেঃ
- আপডেট সময় : ০৭:১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, যে ঘটনা ঘটেছে, সেটি দুঃখজনক। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলাম যেন ন্যায়বিচার পায়, সে চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে আলাদা অনুষ্ঠানে রোজিনা ইসলাম প্রসঙ্গে এসব কথা বলেন তারা।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।সাংবাদিক রোজিনা ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোকাবিলা করতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।
এদিকে, দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে রোজিনা ইসলাম প্রসঙ্গে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।এসময়, কেউই ভুলের ঊর্ধ্বে নয় উল্লেখ করে বিষয়টিকে বাস্তবতার নিরিখে বিবেচনার আহবান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।