রোববার শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

- আপডেট সময় : ০৬:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
রোববার শুভ মহালয়ার মধ্য দিয়ে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ফলে দেবী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের প্রতিমা শিল্পীরা। রাতদিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে। পূজোয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী সংশ্লিস্টদের। মাদারীপুরেও চলছে ব্যাপক প্রস্তুতি। মন্ডপগুলোতে চলছে শেষ মুহুর্তের রং তুলির কাজ, দম ফেলার সময় পাচ্ছেন না প্রতিমা তৈরীর কারিগররা। আগামী ১ অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গাপূজা।
শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। কোনো মন্ডপে চলছে কাঠামো তৈরি আবার কোথায় করা হচ্ছে মাটির কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসায় ঝিনাইদহে যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের।
এদিকে, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান, পুলিশ সুপার।
এ বছর জেলার ৬ উপজেলায় ৪’শ ৫১ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।
এদিকে, শারদীয় দুর্গা পূজাকে ঘিরে মাদারীপুরে বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। নিপুণ হাতে মাটির কাজ শেষে মন্ডপগুলোতে চলছে রং তুলির কাজ।
দুর্গতিনাশীনির আগমনে কাঁশবন ও আকাশ সেজেছে নতুন রূপে। সবধরনের অপশক্তি দূর হয়ে পৃথিবীজুড়ে বইবে শান্তির বাতাস, এমন প্রত্যশা সবার।
উৎসব শান্তিপূর্ণ করতে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে চাওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।এদিকে, উৎসবকে ঘিরে ৩ স্তরের নিরাপত্তার কথা জানায় পুলিশ।
গনেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এই চার ছেলে-মেয়েকে নিয়ে এবার হাতির পিঠে চড়ে বাবার বাড়ি মর্তলোকে আসবেন দেবী দুর্গা, আর কৈলাশে ফিরে যাবেন নৌকাতে।