রোববার সন্ধ্যায় মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে
- আপডেট সময় : ০১:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ শতাধিক। এদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বিস্ফোরনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জানান মূলত শর্মা হাউজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে সম্ভবত গ্যাস জমেছিল এই গ্যাস বিস্ফোরণের কারণে আশেপাশের সাতটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। পথে থাকা দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোবার সন্ধ্যা ৭ টা ৩৪ মিনিট। হঠাৎ বিকট শব্দে রাজধানীর মগবাজারে ওয়ালেস মোড়ে শর্মা হাউজের ভবনে বিস্ফোরণ। ভবনটি তৃতীয়তলা হওয়ায় উড়ে যায় এর ছাদও । ভবনের নিচতলায় ফাস্ট ফুডের দোকান, দ্বিতীয় তলায় ফ্রিজ এর শো রুম ও তিন তলায় ছিল স্টুডিও। এতে দুই শতাধিক আহত ও ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণে আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ঘটনার পরপর আহত প্রায় ২শ’ জনকে মগবাজারে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি। রাতে দুর্ঘনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানান, সঠিক কারণ উৎঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় আহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইউনিট। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছে ৩৯ জন।
ঘটনার পরপর দুর্ঘটনাস্থল পরিদশন করে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, ভবন মালিকদের কোন ধরনের অবহেলায় দুর্ঘটনা হলে, তার দায় মালিকদের নিতে হবে।