রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আইওএমকে প্রধানমন্ত্রীর আহ্বান

- আপডেট সময় : ০৮:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ১৮৩১ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের জন্য নতুন উৎস থেকে তহবিল সংগ্রহের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার-আইওএমের প্রধানকে এই কথা জানান তিনি। গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান মহাপরিচালক অ্যামি পোপ
সাক্ষাতে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক তহবিল উল্লেখযোগ্য হ্রাস পাওয়ায়, রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় জাতিসংঘের ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ নিয়ে আলোচনা করেন তারা। এসময় কক্সবাজারের ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তরে সহায়তা করার জন্য আইওএম এর প্রতি আহবান জানান শেখ হাসিনা। বলেন, ভাসানচরে প্রায় এক লাখ মানুষের জন্য আত্মকর্মসংস্থান, তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং অবকাঠামোসহ আবাসন ও জীবিকার সুবিধা রয়েছে। এছাড়া রোহিঙ্গারা সংখ্যায় কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী-কে ছাড়িয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে ওই এলাকার শৃংখলা রক্ষা করা হচ্ছে।