রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করায় ফেসবুককে ক্ষতিপূরণ দেয়ার দাবি অ্যামনেস্টির
- আপডেট সময় : ০৯:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ফেসবুককে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার সংস্থাটির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। অ্যামনেস্টি জানিয়েছে, রোহিঙ্গা বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর বিষয়ে একাধিকবার জানানোর পরেও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ফেসবুক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, রোহিঙ্গাদের পক্ষ থেকে ফেসবুকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ দায়ের করা হয় গত ডিসেম্বরে। দেশটির ক্যালিফোর্নিয়ায় দায়ের করা ওই অভিযোগে ফেসবুকের হোম স্টেট এবং এর মূল কোম্পানি মেটা’র কাছে শরণার্থীরা ১৫০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়। ২০১৭ সালের ২৫ আগস্ট সেনাবাহিনীর নির্যাতন শুরু হলে মিয়ানমার থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। অ্যামনেস্টি বলছে, মিয়ানমারের অ্যাক্টিভিস্টরা ২০১২ সালের শুরুর দিকে ফেসবুকের ঘৃণামূলক বক্তব্য ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।