মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার আরও তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার আরও তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। আসামিরা হলো- উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা জিয়াউর রহমান, আব্দুস সালাম ও মোহাম্মদ ইলিয়াস। এর আগে ৩ অক্টোবর এ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই সন্দেহভাজন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তারা হলো- মোহাম্মদ সলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম এবং শওকত উল্লাহ। তারা দুজনই রোহিঙ্গা। গত ২৯ সেপ্টেম্বর রাতে দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এআরএসপিএইচ চেয়ারম্যান মুহিবুল্লাহ। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রাতে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ।