রোহিঙ্গারা যাতে মোবাইল ফোনের সুবিধা না পায়
- আপডেট সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৬১৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গারা যাতে মোবাইল ফোনের সুবিধা না পায়, তা সাত দিনের মধ্যে নিশ্চিত করতে দেশের সব মোবাইল অপারেটরকে ‘জরুরি’ নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ বিষয়ে রোববার মুঠোফোন অপারেটরদের চিঠি দেয় বিটিআরসি।
ওই নির্দেশনায় বলা হয়েছে, “রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইন শৃংখলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে মোবাইল সুবিধা না পায় সে বিষয়টি নিশ্চিত করা জরুরি। কিন্তু নির্দেশনা দেয়ার পরও রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠী ব্যাপক হারে দেশে বিভিন্ন অপারেটরের সিম-রিম ব্যবহার করছে। এ অবস্থায়, আগামী সাত কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোনো প্রকার সিম বিক্রি ও ব্যবহৃত সিম ব্যবহার বন্ধ করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধাদি না দেয়ার নির্দেশনা দেয়া হয় । অবৈধ মোবাইল সিম ব্যবহার করে রোহিঙ্গারা চাঁদাবাজি, মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করেছে যা উদ্বেগজনক বলেও জানায় বিটিআরসি।