রোহিঙ্গা ইস্যুতে চীন নিরপেক্ষ ভূমিকা পালন করছে
- আপডেট সময় : ০৮:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ইস্যুতে চীন নিরপেক্ষ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে চীন একটি রোডম্যাপ অনুযায়ী কাজ করছে।
জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনের কৌশল সন্ধান শীর্ষক এক সেমিনারে রাষ্ট্রদূত জিমিং একথা বলেন। চীনের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে চীন রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরেও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হয়েছে। মিয়ানমার চীনের বন্ধু রাষ্ট্র। কিন্তু এ ইস্যুতে চীন পুরোপুরি নিরপেক্ষ। বিগত দুই বছর ধরেই চীন বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন সক্রিয় ও উদ্বিগ্ন। এ ইস্যুর সঙ্গে বাংলাদেশ ও মিয়ানমার সম্পৃক্ত। দু’টি দেশই সার্বভৌম, তাই চীন কাউকে চাপ প্রয়োগ করতে পারে না।