রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে কেউ দায়ী হলে আইনের আওতায় আনা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনের পেছেন কারো দুরভিসন্ধি, অবহেলা কিংবা কেউ দায়ী হলে তাদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো জানান, ভাসান চর এখন অনেক উন্নত জায়গা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ও নিঃস্ব হয়ে যাওয়া রোহিঙ্গারা যদি সেখানে যেতে চান তাহলে অবশ্যই সরকার তাদের সেখানে নেয়ার ব্যবস্থা করবে। এসময় মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং রেবের উদ্যোগে বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন। পরে বালুখালী ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এ সময় মন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন।