রোহিঙ্গা গণহত্যা মামলায় আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
রোহিঙ্গা গণহত্যা মামলায় আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক আদালত….. আইসিজে।গাম্বিয়ার করা মামলায় মিয়ানমারের আপত্তি প্রশ্নে মামলা এতোদিন পরিচালনা হয়েছে।
নেদারল্যান্ডসের দ্য হেগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আইসিজের বর্তমান প্রেসিডেন্ট জোয়ান ডনাহিউয়ের সভাপতিত্বে পূর্ণ আদালতে রায় পড়ে শোনাবেন। করোনার স্বাস্থ্যবিধির কারণে মামলার দু’পক্ষের প্রতিনিধি ছাড়া অন্য কেউ আদালতে থাকতে পারবেন না। মিয়ানমারের সামরিক জান্তা সরকার সে দেশের ক্ষমতা দখলের পর গণহত্যা মামলার শুনানি প্রশ্নে প্রাথমিক আপত্তি জানায়। মিয়ানমারের প্রাথমিক আপত্তির ওপর গত ২১ ফেব্রুয়ারি শুনানি শুরু হয়। এবং আদালত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চার দিন আপত্তি বিষয়ে উভয় পক্ষের যুক্তি-পালটা যুক্তি শোনেন। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায় মিয়ানমার সরকার।