রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডে দুই আসামির তিন দিনের রিমান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকান্ডে দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা ১১টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় আসামী মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহকে আদালতে নেয়া হয়। শনিবার ভোররাতে একই ঘটনায় জড়িত সন্দেহে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জিয়াউর রহমান ও আব্দুস সালামকে আটক করা হয়। এ নিয়ে মোট ৪ জনকে আটক করেছে পুলিশ। হত্যা মামলায় জড়িত সন্দেহে দুপুরে ইলিয়াস নামে আরো এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।