রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মিশনের অডিও বার্তা ফাঁস
- আপডেট সময় : ০৪:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
এবার এসএ টিভি’র প্রতিবেদকের হাতে এসেছে কক্সবাজারের শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মিশনের অডিও বার্তা। যেখানে হামলাকারীরা কোন পথে এসেছে এবং কারা এসেছিলো-সেই পরিকল্পনা শোনা যায় স্পষ্ট। ক্যাম্পের ভেতরে ঘাপটি মেরে থাকা আরসা ও আলেকিনের সশস্ত্র সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্পষ্ট ধারণা দেয় অডিও বার্তাটি। অন্যদিকে ক্যাম্পে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মাঝেও রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহতের ঘটনা মেনে নিতে পারছেনা সাধারণ রোহিঙ্গারা।
এভাবেই কিলিং মিশনের প্রস্তুতি নিতে হোয়াটস অ্যাপ গ্রুপে একে অপরের সাথে কথা বলছিলেন আরসা ও আলেকিনের সশস্ত্র সন্ত্রাসীরা। অডিও বার্তায় আছে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার ইলিয়াছ মাঝির নাম।
অথচ, আরসা নেতা মাস্টার আবদুর রহিম, মোরশেদ ও লালুসহ বেশ কয়েকজন সন্ত্রাসীকে গুলি চালাতে দেখেছেন মুহিবুল্লাহর পরিবারের সদস্য। এমনটাই দাবি তাদের। তিনজনের নাম গণমাধ্যমে প্রকাশ পেলেও তাদের কেউ এখনো আটক হয়নি। আতঙ্কে নাভিশ্বাস অবস্থা ক্যাম্পের নিরীহ রোহিঙ্গাদের।
হত্যাকান্ডের দুই সপ্তাহ পর যে ৫ জনকে আটক করা হয়েছে তাদেরকেও সন্দেহভাজন বলছে পুলিশ। তবে, আদালতে ইলিয়াছ মাঝি নামে এক রোহিঙ্গা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
দ্রুততম সময়ের মধ্যে মামলায় অগ্রগতি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার।
২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।