রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নস্যাৎ করতেই সুকৌশলে বিভক্তি ঘটিয়ে হামলার ঘটনাঃ পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নস্যাৎ করতেই সুকৌশলে বিভক্তি ঘটিয়ে এসব হামলার ঘটনা আরেক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
উখিয়া ক্যাম্পে ৭ রোহিঙ্গা হত্যাকাণ্ড প্রসংগে সিলেটে এ মন্তব্য করেন তিনি। তবে, এ বিষয়ে আরো খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। ড. মোমেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ও বাইরে আইন-শৃংখলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক হয়েছে গতকালই। এরপরই এমন ঘটনা- আতঙ্কের বিষয়। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে জানান তিনি।