রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ১০:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ৫০ শয্যার ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
গত বছর অগ্নিকাণ্ডে তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত হাসপাতালটি পুড়ে যায়। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বক্তব্য দেন। পরে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের জন্যে নির্মাণাধীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এসময় রোহিঙ্গা যুবকদের সঙ্গে কিছু সময় আনন্দ করেন। তিনি বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কথা বলেন। পরে, ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রম ও দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গাদের সাবান তৈরির কারখানা ঘুরে দেখেন। দুপুরে প্রতিনিধি দল নিয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন তিনি।