রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান না করলে দেশের মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে
- আপডেট সময় : ০৩:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান না করলে দেশের মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এসময় সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্ষণ সব বিষয় নিয়েই কথা বলেন বিএনপির এই নেতা।
রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সম-সমায়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ বাহিনীর মহড়ায় দেশের নতজানু পররাষ্ট্রনীতিরই বহি:প্রকাশ বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে চীন-রাশিয়ার সমর্থন পায়নি সরকার।
ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আবাসন নির্মাণের সমালোচনা করেন তিনি। দ্রুত সমধান না হলে এই সংকট ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলেও দাবি তাঁর। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্ষণের ঘটনায় মন্ত্রীদের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি