রৌমারীতে মা ও তার ৫ মাসের শিশু সন্তানকে গলাকেটে হত্যা
- আপডেট সময় : ০৯:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রৌমারীতে মা ও তার ৫ মাসের শিশু সন্তানকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুকুরপাড়ের ধান ক্ষেতে গোঙানীর শব্দ শুনে, শিশুটির মরদেহ ও মা হাফসাকে গলাকাটা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। হাফসাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে, আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হাফসা বেগমের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে শিশু হাবিবের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জসিম আলী নামে একজনকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, ঝাউদিয়া গ্রামে একটি বাঁশ ঝাড় নিয়ে জসিমের চাচাতো ভাই লালন মেম্বারের সাথে বিরোধ চলে আসছিলো। দুপরে জসিমের সাথে লালন ও তার ছেলেদের ঝগড়া হয়। এরপর লালনের লোকজন জমিসের ওপর হামলা করে। এ সময় ফলা বিদ্ধ হয়ে গুরুতর জখম হয় জসিম। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
এদিকে, মাদারীপুরে পাওনা ১০ হাজার টাকা পরিশোধে দেরি হওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার পূর্ব মহিষেরচরে এ ঘটনা ঘটে।