র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন জানিয়েছে চীন
- আপডেট সময় : ০১:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
এদিকে, রেবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন জানিয়েছে চীন।
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, একটি নির্দিষ্ট দেশ নিজ দেশের বন্দুক সহিংসতা, মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ। তবু তারাই বাংলাদেশসহ অনেক দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে শেখ হাসিনার প্রতিক্রিয়ার প্রশংসা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের পক্ষে শক্ত অবস্থান নিয়ে কথা বলছেন তা নয়, তিনি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের বড় অংশের মনের কথাই বলেছেন। ওয়েনবিন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং স্বাধীন দেশীয় ও বৈদেশিক নীতি সমুন্নত রাখতে সার্বিকভাবে সহায়তা করবে তার দেশ।