র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় সিসিটিভি’র ফুটেজ দেখে ১৩ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৩৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৬৮১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বারৈয়ারহাটে রেব সদস্যদের ওপর হামলার ঘটনায় সিসিটিভি’র ফুটেজ দেখে ১৩ জনকে গ্রেফাতার করেছে রেব।
বৃহস্পতিবার রাতভর মিরসরাই ও বারৈয়ারহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ২৫ মে সন্ধ্যায় জোরারগঞ্জের ধুমঘাট এলাকায় মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পেয়ে সাদা পোশাকে অভিযানে যায়। টের পেয়ে বারৈয়ারহাটে বাজারের ফুট ওভার ব্রীজের নিচে দুটি কাভার্ডভ্যান দিয়ে রেবের গাড়িকে ব্যারিকেড দেয়। এ সময় পরিকল্পিতভাবে ডাকাতের গুজব ছড়িয়ে রেব সদস্যদের ওপর হামলা করলে দুই সদস্য গুরুতর আহত হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে আব্দুর রহমান নামের এক ভূয়া সেনাসদস্যকে আটক করেছে রেব।
বৃহস্পতিবার রাতে তাকে কলারোয়া উপজেলার দমদম বাজার এলাকা থেকে আটক করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করাসহ বিভিন্ন নারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলে অনৈতিক সুবিধা গ্রহণ করে প্রচারণা করে আসছিল।এসময় উদ্ধার করা হয় ভুয়া সেনাবাহিনীর আইডি কার্ড, শার্ট প্যান্ট, মোঃ আব্দুর রহমান নামীয় একটি নেইম প্লেট সোল্ডারব্যাচ দুইটি, পুরাতন সোল্ডার ব্যাগ মোবাইল ফোন ।রেব-৬ জানান, জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।